বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৬ বছরে কেউ ভোট দিতে পারেনি। নির্বাচনের জন্যই আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার কোনো অর্থই হয় না। গতকাল বিকালে সিরাজগঞ্জ আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরি মিলনায়তনে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব দল যেসব পয়েন্টে একমত হয়েছে সেগুলোর জন্য প্যানেল বানিয়ে সংস্কার করে নির্বাচন করা যাবে। এর জন্য জুন মাস পর্যন্ত সময় লাগবে কেন? ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বিএনপির ৩১ দফার মধ্যে সব সংস্কারের কথা বলা হয়েছে।
টুকু আরও বলেন, শেখ হাসিনাসহ দোসরদের বিচার সবাই চায়, আমরাও চাই। কিন্তু একটি বিচারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তত ৪-৫ বছর সময় লেগে যায়। তাই বিচারের জন্য নির্বাচন বন্ধ রাখা চলবে না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিকের সভাপতিত্বে সভায় সাংবাদিক ও আইনজীবিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।