অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে লালমনিরহাটের পাটগ্রামে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতি (মাঝিপাড়া) এলাকায় ‘বসুন্ধরা শুভসংঘ স্কুলে’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও কলেজ শিক্ষক ইফতেখার আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক হায়দার আলী বাবু, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক হাসান মাহমুদ ও সাংবাদিক আসাদুজ্জামান স্টালিন।
প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার আহমেদ বলেন, ‘ধরলা নদীপাড়ের এই এলাকা অনেকটা পিছিয়ে পড়া। এখানকার নারীরাও অস্বচ্ছল। ফলে এসব মানুষদের কথা চিন্তা করে বসুন্ধরা শুভসংঘ আজ যে সেলাই প্রশিক্ষণ শুরু করলো সেটা প্রশংসার দাবি রাখে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে তারা নিজ পায়ে দাঁড়াতে পারবে।’
তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণে ১৫ জন অস্বচ্ছল নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘ তাদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করবে।