বরিশালের গৌরনদীতে পিকআপের সাথে সংঘর্ষে আহত মোটরসাইকেল অরোহী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার বার্থী এলাকায় সংঘর্ষ হয়। রবিবার ভোর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। সে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে গৌরনদীর ভুরঘাটা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চেম্বার করতো। মাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, ক্লিনিকে চেম্বার শেষ করে মোটর সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় পৌছুলে পিকআপের সাথে মোটর সাইকেলে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চিকিৎসক মাহিন। তাকে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রোববার ভোর রাতে মৃত্যু হয়েছে তারা।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে।
বিডি প্রতিদিন/এএম