উজানের ভারি বৃষ্টিপাতে বগুড়া অঞ্চলে যমুনাতে বেড়েছে পানি। ফলে বন্ধ হয়ে যাওয়া নৌঘাটগুলো পুনরায় চালু হয়েছে। নাব্যতা সংকট কাটিয়ে প্রাণ চাঞ্চলতা ফিরেছে যমুনা নদীতে।
বগুড়া পানি উন্নয়ন সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উজানের ভারি বৃষ্টিপাতে পানি বাড়া শুরু হয়েছে। তবে পানি এখনো বিপৎসীমার ৪ মিটার ২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শিঘ্রই পানি বিপদসীমা অতিক্রম করার কোনও সম্ভাবনা নেই। এদিকে পানি বৃদ্ধির ফলে যমুনা নদীতে জেগে ওঠা ডুবোচরগুলো পুনরায় ডুবতে শুরু করেছে। শুকিয়ে যাওয়া বিভিন্ন খালে পানি ঢুকছে। এতে চরবাসী নৌকায় সহজেই একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছেন। নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া পারতিত পরল, আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল খেয়াঘাট, সাহানবান্ধা খেয়াঘাটসহ সবকটি খেয়াঘাট পুনরায় চালু হয়েছে। কাকডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এসব খেয়াঘাটে এখন যাত্রীদের পদচারণায় মুখরিত হয়েছে। সারিয়াকান্দি কালিতলা নৌঘাট থেকে দূরপাল্লার নৌযানগুলো অনায়াসেই চলাচল করছে।
সারিয়াকান্দি পারতিত পরল নৌঘাটের ঘাটের মাঝি ছয়ফুল ইসলাম বলেন, নদীতে পানি না থাকায় প্রায় ৬ মাসের বেশি সময় নৌঘাট বন্ধ ছিল। কিন্তু যমুনা নদীতে পানি বাড়তে থাকায় পুনরায় নৌঘাটটি চালু হয়েছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন পানি এরকম বাড়া কমার মধ্যেই থাকবে। শীঘ্রই পানি বিপৎসীমা অতিক্রম করার কোনও সম্ভাবনা নেই।
বিডি প্রতিদিন/এএম