ফেনীর রাজাঝির দিঘির পাড় এলাকায় শিয়ালের মাংস বিক্রির সময় ওসমান গনি (৩৫) নামে এক ফল বিক্রেতাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার।
শনিবার (৩ মে) সন্ধ্যায় পরিচালিত অভিযানে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি শিয়ালের মাথা, চামড়া ও মাংস সাজিয়ে খোলা বাজারে বিক্রি করছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৯ ধারা অনুযায়ী সাজা দেওয়া হয়। পরে জব্দকৃত মাংস মাটিচাপা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ওসমান গনি দাগনভূঞা থানার জয়লস্কর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাতে ফল বিক্রি করে আসছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম (খোকন) বলেন, “বন্যপ্রাণী হত্যা বা বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড হতে পারে। এই ঘটনায় শাস্তি দেওয়ার মাধ্যমে অন্যদেরও সতর্ক করা হলো।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানান, পথশিশুরা আহত একটি শিয়াল ধরে তাকে বিক্রি করে। তিনি আইন অজান্তে সেই মাংস বিক্রি করেন বলে স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দেন। এজন্য সীমিত সাজা দেওয়া হয়েছে বলে জানান প্রশাসন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/আশিক