সিডনির রন মুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ‘গুড মর্নিং বাংলাদেশ’ শীর্ষক তৃতীয় বার্ষিক ‘বিগেস্ট মর্নিং টি’। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে এবং ফ্যামিলিজ অফ বাংলাদেশি কমিউনিটি সিডনির সহযোগিতায় আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে ছিল ক্যান্সার সচেতনতা ও অর্থ সংগ্রহের প্রয়াস।
রবিবার সকালে স্থানীয় সময় ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল এই আয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশি সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন অস্ট্রেলিয়ান নাগরিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বাংলাদেশ লেডিস ক্লাবের সভাপতি রাহেলা আরেফিন এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার মুন্নী, ‘গুড মর্নিং বাংলাদেশ’ এর প্রবর্তক ও ফ্যামিলিজ অফ বাংলাদেশি কমিউনিটি সিডনির প্রয়াত ডা. আবদুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে তার সহধর্মিণী লায়লা হক এবং ডা. আয়াজ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লন্ড, ডা. আয়াজ চৌধুরী, ডা. জেসি চৌধুরী, আহ্বায়ক রওশন জাহান পারভীন, তানভীর শাকিল, জেনি নিউয়েন, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, মো. শফিকুল আলম ও ডা. রফিক ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাবরিনা আরেফিন।
বিডি প্রতিদিন/হিমেল