কুমিল্লা শহরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) কুমিল্লা আঞ্জুমান মফিদুল ইসলাম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়, যেখানে এতিম শিক্ষার্থী, শিক্ষক এবং শুভসংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা গোমেতী সংবাদপত্রের সম্পাদক এবং সামাজিক ব্যক্তিত্ব মোবারক হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি এবং শুভসংঘের উপদেষ্টা মাহিউদ্দিন মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, শুভসংঘের সভাপতি এবং কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এবং নিউজ টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল রেজা রাসেল, সহসভাপতি আবুল বাশার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মো. রায়হান হোসেন, সকালের সময় কুমিল্লা প্রতিনিধি মো. ইবনুল হাসান রায়হান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মির্জা নূরুন্নবী, ইভেন্ট সম্পাদক মোতালেব হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ তারিকুল ইসলাম সোহেল, আহমদ সিফাতুল্লাহ জাইম, এবং জিটিভি কুমিল্লা প্রতিনিধি মাহিউদ্দিন ভূইয়া প্রমুখ।
ইফতার পূর্ব মুহূর্তে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আঞ্জুমান মফিদুল ইসলামের শিক্ষক হাফেজ মো. মোস্তাক আহমেদ।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা কমিটি 'গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ', 'ফ্রি মেডিক্যাল ক্যাম্প', 'অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসা', 'বই পাঠের আয়োজন', 'রচনা প্রতিযোগিতা', 'শিক্ষার্থীদের মাঝে সবজির চারা বিতরণ', 'ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজন' সহ আরও বিভিন্ন মানবিক পরিকল্পনা হাতে নিয়েছে।
বিডি প্রতিদিন/আশিক