রোদের তেজ তখনো কমেনি, কিন্তু সেই উত্তাপ ছাপিয়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চারদিকে। বিকেলের সোনালি আলো যখন ধীরে ধীরে গোধূলির আভায় মাখামাখি, তখনই একদল শিশুর হাত রঙিন হয়ে উঠছে খুশির বার্তা নিয়ে।
নতুন জামা হয়তো সবার জোটেনি, ঈদের বাজারের ব্যস্ততা তাদের জন্য অচেনাই থেকে গেছে, কিন্তু আজ যেন সব কমতির শেষ নেই। কারণ, বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 'ঈদ মেহেদী উৎসব'।
আজ শনিবার (২৯ মার্চ) বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে 'ঈদ মেহেদী উৎসব' আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা সযত্নে একের পর এক ছোট্ট হাতে মেহেদীর আলপনা এঁকে চলেছেন। কেউ আঁকছেন চাঁদ-তারা, কেউ ফুটিয়ে তুলছেন লতাপাতা, কেউবা আবার শিশুর নামের আদ্যক্ষর দিয়ে দিচ্ছেন ভালোবাসার পরশ। এই হাতে সাজানো শুধু নকশা নয়, বরং তা তাদের একটুখানি সুখ, একফোঁটা রঙিন স্বপ্নের মতো।
শিশুদের কোলাহল, মেহেদীর মনোমুগ্ধকর গন্ধ, আর স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় পুরো পরিবেশ তখন এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে উঠে।
বসুন্ধরা শুভসংঘের এক স্বেচ্ছাসেবক জানায়, "আমরা চাই, সমাজের প্রতিটি শিশু যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। তাদের মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সাবিহা সুলতানা, শেখ স্বপ্না, রিফাহ্ নানজিবা আবিকা, মোসা: বনি আক্তার কথা, মাহবুবা মাহিমা, সেজুতি আক্তার, ইসরাত জাহান, নেহা আক্তার, ফৌজিয়া ফ্লোরা, রুফাইদা আক্তার।
বিডি প্রতিদিন/হিমেল