চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের একটি বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় ওই বাড়ির তিন পরিবারের আটজন আহত হয়েছেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরি গ্রামের ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫) এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।
ডাকাতদের হামলায় আহত বিজয় দত্ত গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাদের ওপর দিয়ে ডাকাত দল ঘরে ঢোকে। এ সময় যাতে আশপাশের কেউ বের হতে না পারে সেজন্য প্রতিটি ঘরের সামনেও পাহারায় ছিল ডাকাত দলের সদস্যরা। তারা সংখ্যায় প্রায় ১৬-২০ জন হবে। তাদের সবার হাতে চাপাতি ও পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ছিল। ডাকাতরা ঘরে ঢুকে ঘরের নারী-পুরুষ সদস্যদের ওপর হামলা চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পরে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের ওপরও হামলা চালায়।
আনোয়ারা সার্কেলের এএসপি মো. সোহানুর রহমান সোহাগ বলেন, স্থানীয় ওসিসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী এটি পরিকল্পিত ঘটনা। আমরা লিখিত অভিযোগের অপেক্ষা করছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএ