চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে সামাপ্রু মারমা (৬৫) নামের এক নারীর লাশ পাওয়া গেছে। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে নদীটির রাঙ্গুনিয়া উপজেলা অংশের সফরভাটা এলাকায় মাছ ধরার সময় লাশটি আটকা পড়ে।
পরে লাশটি উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নেয়া হয়। নিহত সামাপ্রু রাঙ্গামাটির বেতবুনিয়া উপজেলার কলমপতি বড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, ‘খবর পেয়ে লাশটি থানায় আনার পর লাশের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে ওই নারীর পরিচয় জানতে পারে পুলিশ। পরবর্তীতে তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা শিগগিরই থানায় এসে পৌঁছবেন। তাদের সাথে কথা বললে মৃত্যুর কারণ ও বিস্তারিত জানা যাবে। তবে স্বজনরা প্রাথামিকভাবে জানিয়েছেন, ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
বিডি প্রতিদিন/জামশেদ