জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারের চারটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সাতজন নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রেখে চার দোকান থেকে কয়েক লাখ টাকার মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি ও নৈশপ্রহরীরা জানান, রাতে ২০ থেকে ২৫ জন মুখোশধারী একটি ডাকাতদল ট্রাকে করে আক্কেলপুরের মোহনপুর বাজারে আসেন। এরপর ডাকাতরা বাজারে ডিউটিরত সাতজন নৈশপ্রহরীকে মারপিট শুরু করে হাত-পা ও মুখ বেঁধে রাখেন।
এরপর তারা একে একে চার দোকানের মালামাল ট্রাকযোগে লুট করে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই