ঈদ উদযাপনকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাই এবার সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের রঙে রাঙাতে তাদের নিয়ে মেহেদী উৎসব করেছেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সদস্যরা।
রবিবার দ্বীপজেলা ভোলায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের রঙে রাঙাতে বসুন্ধরা শুভসংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেনের (সিয়াম) সভাপতিত্বে মেহেদী উৎসবের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলার সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নারী সদস্য তানজিদা আক্তার, সুমাইয়া আক্তার, ইসরাত জাহান নুহা, ফাতেমা ইসলাম অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।
মিম নামে এক শিশু বলে, ‘আপুরা আমাগো হাতে মেহেদি লাগাইয়া দিছে। এমন কইরা আমাগোরে কেউই মেহেদি দেয় নাই আগে। হাতে মেহেদী দিয়া ঈদের আগেই আমাগো ঈদের আনন্দ লাগতাছে।’
মেহেদী উৎসবে অংশ নেওয়া সুমাইয়া আক্তার বলেন, ঈদে সাধারণত ছোট ভাই-বোনদের হাতে মেহেদী দিয়ে আমরা আনন্দ পাই। তবে এবার বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ভোলায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিতে পেরে আরও অনেক ভালো লাগছে।
বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেহেদী উৎসবের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে। আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের এই আয়োজন। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান নুহা, ইভেন্ট সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য তানজিদা আক্তার, সদস্য ফাতেমা, সদস্য কাজী এহসানুল হক জিহাদ, সদস্য মো. শাখাওয়াত হোসেন সিয়াম সহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত