বেলজিয়ান তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন ২০১৫ সালে জার্মান ক্লাব উলফসবার্গ থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে নাম লেখান ম্যানচেস্টার সিটিতে। এক বছর পর এই ক্লাবের দায়িত্ব কাঁধে তুলে নেন পেপ গার্ডিওলা। এরপর থেকে গার্ডিওলা-ডি ব্রুইন জুটি দুর্দান্ত একটা সময় উপহার দেয় ক্লাবকে। ম্যানসিটির ইতিহাসের সেরা এ সময়ে দুজন মিলে সম্ভাব্য সব ট্রফিই উপহার দেন সমর্থকদের। ইংলিশ প্রিমিয়ার লিগই জয় করেন ছয়বার। অবশেষে দীর্ঘদিনের জুটি ভেঙে যাচ্ছে। ৩৩ বছরের কেভিন ডি ব্রুইনের চুক্তি শেষ হচ্ছে আগামী গ্রীষ্মে। এরপর আর চুক্তি বাড়াচ্ছে না দুই পক্ষ। গতকাল এক আবেগময় বক্তব্যের মধ্য দিয়ে নিজের বিদায়ের খবর জানিয়ে দিয়েছেন বেলজিয়ান তারকা।
কেভিন ডি ব্রুইন বলেন, ‘প্রতিটা গল্পেরই শেষ আছে। তবে এটা ছিল আমার জীবনের সেরা অধ্যায়। ফুটবল আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে। এই সিটিতে নিয়ে এসেছে। স্বপ্ন পূরণের জন্য এখানে এসেছিলাম। জানা ছিল না এই শহর, এই ক্লাব আমার জীবন বদলে দিবে। এই শহরের মানুষ আমাকে সব কিছুই দিয়েছে। আমারও সেসব কিছু ফিরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। আর আমরা সবকিছুই জয় করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের পছন্দ হোক বা না হোক, এটাই বিদায় বলার সময়। সুরি, রোম, ম্যাসন, মিশেল এবং আমি, পরিবারের সবাই অনেক কৃতজ্ঞ। এ শহর আমাদের কাছে অনেক কিছু। ম্যানচেস্টার সবসময়ই আমার ছেলেদের পাসপোর্টে লেখা থাকবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এ শহর আমাদের সবার হৃদয়ে থাকবে।’ ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটানো শহর নিয়ে ডি ব্রুইন বলেন, ‘এ শহর সবসময়ই আমার কাছে নিজের বাড়ির মতো মনে হবে। এই ক্লাব, শহর, স্টাফ, সতীর্থ, বন্ধু এবং পরিবারকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না গত ১০ বছরের জন্য।’
ক্লাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ম্যানচেস্টার সিটি এই গ্রীষ্মে কেভিন ডি ব্রুইনকে বিদায় জানাবে। চমকপ্রদ ১০ বছর শেষ হতে যাচ্ছে। ক্লাব এবং আমাদের সমর্থকরা চমৎকারভাবে বিদায় জানাব প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়কে।’ ম্যানসিটির জার্সিতে ৪১৩ ম্যাচ খেলে ১০৬ গোল করেছেন ডি ব্রুইন। একজন মিডফিল্ডার হিসেবে দলকে খেলিয়েছেন তিনি। যে কোনো প্রয়োজনে নিজের সেরা খেলাটা উপহার দিয়েছেন। এজন্যই ম্যানসিটি ও সমর্থকরা তার ডাক নাম দিয়েছে ‘গ্লোবাল আইকন অব ফুটবল’। একের পর এক সাফল্য উপহার দিয়েছেন তিনি। যে দল ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করার স্বপ্ন দেখত এক সময়। সেই দলটাকে লিগেরই নয়, বিশ্বের সেরা দলে পরিণত করেছিলেন ডি ব্রুইনরা। মাত্র ৭ বছরে ছয়বার লিগ শিরোপা জয় করে ম্যানসিটি। এর মধ্যে ২০২২-২৩ মৌসুমে জয় করে ইউরোপিয়ান ট্রেবল (উয়েফা চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ)। কি দুরন্ত এক সময় উপহার দিয়েছেন ডি ব্রুইন। তার বিদায়ে মাঝ মাঠের সেরা তারকাকেই হারাতে যাচ্ছে ম্যানসিটি।