নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও প্রেমিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নাসিক ১ নং ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জামালপুর জেলার বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোয়া এবং তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
অভিযোগ সুত্রে জানা গেছে, অভিযোগকারী স্বামী মনিরুজ্জামান ও অভিযুক্ত স্ত্রী ছোয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ। ভুক্তভোগী স্বামী আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসের সিনিয়র ম্যানেজার পদে চাকরি কারার সুবাদে তার তেমন বাসায় থাকা হয়না। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে দিবারাত্রি যোগাযোগ করে আসছিল। সবশেষ গেল ২ ফেব্রুয়ারি দ্বিতীয় অভিযুক্ত তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের খবর জেনে তাকে জিজ্ঞেস করায় রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক ঔষধ খায়িয়ে তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর সেই রাতেই স্ত্রী ছোয়া বাসায় থাকা অর্থ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যান।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অভিযোগ করার পর স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
ঘটনার দুই মাস পর অভিযোগ কেনো? জানতে চাইলে তিনি জানান, স্বামী আমাদের জানিয়েছে যে তার পুরুষাঙ্গ কর্তনের পর থেকে দীর্ঘদিন সে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ করতে বিলম্ব হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ