ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ শে মার্চ ২০২৫) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার রেল স্টেশন, এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে নুডলস, চিনি, দুধ, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শুভসংঘের হবিগঞ্জ জেলা সভাপতি জনি আহমেদ রাজু, সেক্রেটারি মো: আফজাল হোসাইন রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন। সংগঠনের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। শুভসংঘের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখবেন।