‘যেখানে মাদক সেখানেই প্রতিরোধ। যেখানে মাদক সেখানেই প্রতিবাদ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ শনিবার (৫ মার্চ) গৈল ইউনিয়নের রামের বাজারে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এসএম ওমর আলী সানি, সহ-সভাপতি আয়কর আইনজীবী সমিরন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, স্থানীয় জনপ্রতিনিধি জয়নাল আবেদীন, সমাজসেবক মো. শহিদুল ইসলাম আকন, মো. খোরসেদ আলী মোল্লা, মো. রুস্তম আলী মোল্লা, মো. জলীল সরদার ও মো. মাহবুব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য মো. ওমর মোল্লা, মো. মুরাদ মোল্লা, মো. অন্তর মোল্লা, মো. জহুরুল ইসলাম, মো. ইমন মোল্লা, মো. সজিব মোল্লা, মো. রকিব মোল্লা, মো. তাহাতুল মোল্লা, মো. রবিন মোল্লা, জগদীস, মো. সাবিউল মোল্লা, মো. আবির আকন, মো. ইমরান, আরমান মোল্লা, আতিক মোল্লা, মো. নাহিদ মোল্লা প্রমুখ।
সচেতনতা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। স্লোগানমুখরিত মাদকবিরোধী র্যালিটি রামের বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/আশিক