ঈদের আনন্দ ভাগ করে নিতে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা নিজ খরচে দিনাজপুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন।
সোমবার বিকেলে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রায় ১০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, কার্যকরী সদস্য শাকিল ইসলাম, জাকারিয়া জীবন, জিম, রাফি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক