দুটি হাত নেই আবার একটি পা খাটো। শারীরিক প্রতিবন্ধকতা মানিকের জীবনের নিত্যসঙ্গী। মনোবল, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব বাধা। পা দিয়ে লিখেই হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছে মানিক রহমান। শিক্ষা জীবনে একাধিকবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মানিক। ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। দুটো পরীক্ষাতেই পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও পরিবার কখনো তাকে প্রতিবন্ধী ভাবেনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলে এবং সেই দক্ষতা তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। শুধু এসএসসি এইচএসসিই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ এবং জেএসসিতেও একই ফল অর্জন করেন। পা দিয়ে মোবাইল চালানো ও কম্পিউটার টাইপিংয়েও পারদর্শী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার, আজ সেই স্বপ্নপূরণের পথে সে আরও একধাপ এগিয়ে গেল। মানিক বলেন, ‘দুটি হাত না থাকলেও আল্লাহর রহমত, বাবা-মা এবং শিক্ষকদের দোয়া ও সহযোগিতায় আমি সব পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও সফল হয়েছি। আমি চাই ভবিষ্যতে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কিছু করতে। স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর্থিক সংকট। আমার এই পথে এগিয়ে যাওয়ার পেছনে বসুন্ধরা গ্রুপ বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু অর্থনৈতিক সহায়তাই দেয়নি, জুগিয়েছে আত্মবিশ্বাস। যখন পথ হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম, তখন তারা আশার আলো দেখিয়েছে। বসুন্ধরা গ্রুপের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে আমিও অন্যদের পাশে দাঁড়াতে চাই, যেমনভাবে তারা আমার পাশে দাঁড়িয়েছে।’
শিরোনাম
- জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির
- নেইমারের সই করা বল চুরি করে ১৭ বছরের জেল!
- মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে : মোস্তফা ফিরোজ
- 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
অদম্য মানিকের আত্মবিশ্বাস জুগিয়েছে বসুন্ধরা গ্রুপ
আব্দুল খালেক ফারুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর