ইন্টারনেট বর্তমান সময়ে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের মধ্যেও দিনদিন ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়ে কিশোর-কিশোরীদের সচেতনতা অপ্রতুল। যার কারণে ঘটছে নানান অপ্রীতিকর ঘটনা।
বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা কিশোর-কিশোরীদের ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরিতে ক্যাম্পেইনের আয়োজন সম্পন্ন করেছে। শনিবার (১০ মে) নাটোর রেলওয়ে স্টেশন এলাকায় ক্যাম্পেইনের আয়োজন করে শুভসংঘের বন্ধুরা। ক্যাম্পেইনে নিরাপদ ইন্টারনেট নিয়ে আলোচনা করা হয় এবং আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ডিজিটাল জগতে যদি শিশু বা কিশোর কোনও যদি হয়রানির শিকার না হয়, তার তথ্য যদি সুরক্ষিত থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে নতুন সুযোগের সৃষ্টি হয় তবে সেটিকে নিরাপদ ইন্টারনেট বলা যায়। নিরাপদ ইন্টারনেটের বড় চ্যালেঞ্জ হলো অসচেতনতা।
সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ইন্টারনেট ব্যবহার করতে হবে জ্ঞানার্জন বা আনন্দের জন্য কারও ক্ষতির জন্য নয়। কারও সাথে কখনও অসংযত, রূঢ়, অশালীন হওয়া উচিত নয়। বিনা প্রয়োজনে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করা যাবে না। ভুলেও কোনও অপরিচিত ব্যক্তিকে নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দেওয়া যাবে না।
এসময় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময়, সদস্য কথা, রাশেদা খাতুন, রায়হান, সোহানুর হোসেন, আসিফ মাহমুদ, জাহিদ হেসেন, আল-আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ