শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৯ম জাতীয় শিশু-কিশোর ও ১০ম জাতীয় সিনিয়র বাশাআপ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান এবং উপসচিব মুহাম্মদ রায়হানুল হারুন।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিদ্যাযি খালেদ মনসুর চৌধুরী এবং প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাশাআপ সাধারণ সম্পাদক কাজী আরাফাত মাহমুদ। এই প্রতিযোগিতায় জেলা, বিভাগ ও অনুমোদিত বাশাআপ ক্লাব ও সংগঠন থেকে মোট ২১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ফলাফল:
সিনিয়র মহিলা (৫৫+ কেজি)
স্বর্ণ পদক: রিধিকা মেহেজাবিন আকা (রূপনগর মডেল কলেজ বাশাআপ ক্লাব)
রৌপ্য পদক: মোছা. মিম আক্তার (নীলফামারি জেলা)
শিশু-কিশোর (-৪০ কেজি)
স্বর্ণ পদক: তাসবীহ হায়দার উনায়সাহ্ (কসমো স্কুল, ঢাকা)
শিশু-কিশোর (-২৫ কেজি)
স্বর্ণ পদক: তাসনিম তাবাসসুম রেনু (নাটোর জেলা)
রৌপ্য পদক: ইসমা বিনতে ইসমাইল (নাটোর জেলা)
সিনিয়র পুরুষ (৫০+ কেজি)
স্বর্ণ পদক: নাফিউ আহসান ওয়াসিফ (রাজশাহী শিক্ষা বোর্ড, সরকারি মাছল স্কুল এন্ড কলেজ)
রৌপ্য পদক: কাজী আবু জোবায়েদ (ভোলা জেলা)
সিনিয়র পুরুষ (৫৫+ কেজি)
স্বর্ণ পদক: তাহমিদ ইসলাম আদিব (নীলফামারি জেলা)
রৌপ্য পদক: হোসেনুর রহমান (রংপুর জেলা)
বিডি প্রতিদিন/মুসা