ট্রাকের চাঁপায় পা হারানো যুবক আব্দুর রাজ্জাককে (৩২) একটি ব্যাটারিচালিত ভ্যান দিয়েছে আগৈলঝাড়ার নগরবাড়ী এলাকার যুব সমাজ। ভ্যান পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন তিনি। পা হারানো আব্দুর রাজ্জাক গোপলগঞ্জ উপজেলার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গোপালপুর গ্রামের মৃত রুহুল আমিন শেখের ছেলে।
দুই বছর পূর্বে গোপলগঞ্জ-কোটালীপাড়া সড়কে ট্রাকের চাঁপায় একটি পা হারান তিনি। পরে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি শুরু করে। গত ১ নভেম্বর আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি জামে মসজিদের সামনে ভিক্ষা করতে আসে রাজ্জাক। স্থানীয় যুব সমাজসহ এলাকাবাসীকে জানিয়েছে, কাজ পেলে তিনি ভিক্ষা বৃত্তি করবেন না। তখন স্থানীয় যুব সমাজ একটি ভ্যান কিনে দেন তাকে।
ভ্যান পেয়ে অশ্রুসিক্ত রাজ্জাক বলেন, আমি গরিব পরিবারের সন্তান। ট্রাক চাঁপা দেওয়ার পর স্থানীয়রাদের সহযোগিতায় ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে চিকিৎসকরা বাম পা কেটে ফেলে। পরিবারে মা, দুই বোন, স্ত্রী ও চার বছরের একটি মেয়ে নিয়ে মানুষের সহযোগিতায় জীবন-যাপন করে আসছি। নগরবাড়ী যুব সমাজ আমাকে একটি ভ্যানগাড়ি দিয়ে আমার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভ্যান চালিয়ে যে আয় হবে, সেই আয় দিয়ে আমি মা, দুই বোন, স্ত্রী ও সন্তান নিয়ে চলবো।
নগরবাড়ী যুবসমাজের পক্ষ থেকে একটি ভ্যানগাড়ি পঙ্গু আব্দুর রাজ্জাকের হাতে তুলে দেন নগরবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ইমাম মো. আল আমিন, সাবেক ইউপি সদস্য আ. মান্নান সরদার, শিক্ষক মো. ইদ্রিস তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম শিপন, ইউপি সদস্য মো. মশিউর রহমান ও মো. জহিরুল ইসলাম সবুজসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই