চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের প্রকৃত মা-বাবার পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
জানা গেছে, প্রতারণার আশ্রয় নিয়ে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউএনও মো. কামাল হোসেন। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহারে বলা হয়েছে, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সুবিধা পেতে তার বাবা মো. আবুল কাশেম ও মা মোছা. হাবীবা খাতুনের নামের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে উল্লেখ করেন। কামাল হোসেন বর্তমানে জেলার নাচোল উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাইয়ে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুদকের অনুমোদন অনুযায়ী, ইউএনও কামাল হোসেনসহ তার জন্মদাতা বাবা-মা ও চাচা-চাচির ডিএনএ পরীক্ষা করা হবে। আদালতের অনুমতিসাপেক্ষে শিগগিরই এ পরীক্ষা সম্পন্ন করা হবে বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে নচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন এবং এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিডি প্রতিদিন/কেএইচটি