আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩ আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন। এটি ছিল তার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হকের সংসদীয় আসন। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ার খবর শোনার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
জেলা বিএনপির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ খবর শোনার সাথে সাথে সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থীতা ঘোষণায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে বইছে উচ্ছাস ও আনন্দের জোয়ার। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছাড়াও পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষিত হওয়ায় নির্বাচনী উচ্ছাসে উত্তাল দিনাজপুর।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দান থেকে বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন এ মিছিলে।মোটরসাইকেল ও পিকআপ নিয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।
এরপর বিকেল ৪ টায় জেলা বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/আশফাক