দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার সড়কটির অবস্থা বেহাল। সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে; যা যান চলাচলের অযোগ্য। প্রতিদিনই হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে বসিলাবাসী এ সড়ক দিয়ে যাতায়াত করেন। এদিকে এ সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল।
সরেজমিনে দেখা যায়- মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। কোথাও রাস্তার পিচ উঠে গেছে, আবার কোথাও বড় বড় গর্ত হওয়ায় গাড়ি চলাচল করছে না। খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। আর একটু বৃষ্টি হলে চলাচলের অনুপযোগী হয়ে যায় রাস্তা। আর শুষ্ক মৌসুমে ধুলায় আচ্ছন্ন হয়ে যায় সড়কটি। এ খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা জানান, বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তার মাঝখানে ছোট ছোট গর্ত হয়ে আছে। আমরা মাঝে মাঝে ইটের টুকরো ও মাটি মিশ্রণ করে দিই, কিছুদিন ভালো থাকে আবার সেই আগের ভোগান্তি। এটি বসিলা মেইন সড়ক। সিএনজি, জরুরি সেবা গাড়ি, অটোরিকশাসহ হাটবাজারের ভ্যান যাতায়াত করে। কখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় বলা খুব কঠিন। স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, আমার অফিস ধানমন্ডি, আর বাসা বসিলা গার্ডেন সিটি এলাকায়। প্রতিদিন কাজ শেষে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। একটু বৃষ্টি হলেই গাড়ি চলাচল করতে পারে না, বড় গর্তে আটকে প্রতিদিন দুর্ঘটনা ঘটে।
আরেক বাসিন্দা আলতাফুর রহমান বলেন, তার শিশুরা প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুলে যায়। ধুলাবালির কারণে তাদের মাস্ক ব্যবহার করতে হয়। তারপরও স্কুল থেকে ফিরে প্রতিদিন কাপড় ধুতে হয়। বর্ষার সময় এ রাস্তা দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে যায়। আমরা দ্রুত সমাধান চাই।
সড়কের এমন বেহাল পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা গত ১৭ আগস্ট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা সড়ক সংস্কারের দাবিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে অংশ নেয় নিসচা, আমাদের মোহাম্মদপুর, ডেমোক্র্যাটিক ইয়ুথ সোসাইটি, সোসাইটি ফর হিউম্যান রাইটস, ঐক্যবদ্ধ মোহাম্মদপুর ও বসিলা সোশ্যাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন আমাদের মোহাম্মদপুরের সভাপতি ইসমাইল পাটোয়ারী, নিসচা মোহাম্মদপুরের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস এম শাহীন, বসিলা প্ল্যাটফর্মের এম এ রশিদ ও শ্রমিক নেতা অহিদুর রহমান। রাজনৈতিক নেতাদের মধ্যে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আলী, ডা. শফিউর রহমান, আপ বাংলাদেশ নেতা রাজিবুল ইসলাম এবং ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমদ মজুমদার।
বক্তারা অভিযোগ করেন, লাখো মানুষের প্রতিদিনের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ, কাদাপানি জমে থাকা, দুর্ঘটনা এবং দীর্ঘ যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, গ্রামাঞ্চলেও এখন এ ধরনের সড়ক দেখা যায় না। অথচ ফোর লেন করার উপযোগী এ সড়কের বড় একটি অংশ দখল করে রাখা হয়েছে ইট-পাথরের গুদাম ও ভ্রাম্যমাণ দোকানপাট। তারা দ্রুত সড়ক সংস্কার এবং দখলমুক্ত করার জন্য সরকার, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান বলেন, আমরা খুব শিগগিরই এ সড়কটি সংস্কারের ব্যবস্থা নিচ্ছি। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে শিগগির সংস্কার কাজ শুরু হবে। সংস্কার সম্পন্ন হলে জনগণের ভোগান্তি কমে আসবে।