দুই বছরেও শেষ হয়নি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ খালপাড় সড়কের নির্মাণকাজ। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যানবাহন যাত্রীসহ এলাকাবাসী নাজেহাল। পিচ ঢালাই না দেওয়ায় যানবাহন চললেই ধুলোয় ভরে যায় সড়কটি। আশপাশের সব বাসভবন ইটের খোয়ার ধুলোয় লাল হয়ে আছে। সড়কটি পিস ঢালাই দিয়ে চলাচল উপযোগী করলে নগরীর গুরুত্বপূর্ণ বিএম কলেজ সড়কসহ নতুনবাজার এলাকায় যানজটের সৃষ্টি হতো না। সিটি করপোরেশন বলছে, কোনো টেন্ডার ছাড়াই অজ্ঞাত এক ঠিকাদার নগরীর নথুল্লাবাদ ব্রিজের পাশ থেকে শুরু হয়ে মড়কখোলা ব্রিজ পর্যন্ত খালপাড় সড়কের কাজ শুরু করে আর শেষ করেননি।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, কোনো যানবাহন গেলেই ধুলায় ভরে যায়। তাই মাস্ক না পরে কোনোভাবেই চলাচল করা যায় না। বর্তমানে কোনো জনপ্রতিনিধি না থাকায় কারও কাছে কিছু বলতে পারি না। সড়কের পাশের দোকানি মো. ইমন বলেন, ধুলোয় ঢেকে যায় দোকানের মালামাল। তাই বেচা-বিক্রি কমে গেছে। ধুলা থেকে রক্ষায় সকাল-বিকালে দুই দফায় সড়কে পানি ছিটানো হয়। এর পরেও কোনো কাজ হয় না।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় অজ্ঞাত এক ঠিকাদার মৌখিক আদেশে সড়কটি নির্মাণের কাজ শুরু করেন। কোনো টেন্ডার ছাড়া কাজ শুরু করায় মেয়র চলে যাওয়ায় আর শেষ করেননি। বর্তমানে সিটি করপোরেশনে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে নির্মাণ করা শেষ করা হবে।