রাজশাহীর তেরখাদিয়ায় ফুটপাত দখল করে গড়ে ওঠে বহুতল ভবন। ৫ আগস্টের পরে এর নির্মাণকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দা সারোয়ার উদ্দিন। তিন তলা পর্যন্ত ছাদ ঢালাই শেষ হয়েছে। পাঁচ তলা পর্যন্ত এর নির্মাণকাজ করা হবে। ভবনটির পাশে আরেকটি একতলা ভবন গড়ে তোলা হয়েছে ফুটপাত দখল করে। এটি করেছেন স্থানীয় রবিউল ইসলাম নামের এক বিএনপি কর্মী।
বিষয়টি নিয়ে এলাকাবাসী সিটি করপোরেশনে অভিযোগ করেছেন। কিন্তু সিটি কর্তৃপক্ষ চেষ্টা করেও থামাতে পারেনি। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
রাজশাহী সিটির প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবু নূর ডালিম বলেন, রাস্তা ঘেঁষে সানোয়ার উদ্দিন নামের এক ব্যক্তি সিটি করপোরেশনকে তার জায়গা বলে দাবি করে কয়েকবার চিঠি দেয়। তবে ৫ আগস্টের আগে তিনি ওই জায়গায় ভবন নির্মাণ করতে পারেননি করপোরেশনের বাধায়। কিন্তু ৫ আগস্টের পরে হঠাৎ সেখানে তিনি ভবন নির্মাণ শুরু করেন। তিনি বলেন, ভবন মালিক জোর করে আরডিএর অনুমোদন ছাড়াই ভবনটি গড়ে তুলছেন। তার দেখাদেখি পাশে আরেকটি ভবনও সিটি করপোরেশনের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে।
স্থানীয়রা জানান, ক্ষমতার অপব্যবহার করে এই ভবন দুটি নির্মাণ করা হচ্ছে। আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ম্যানেজ করে ভবন দুটি গড়ে তোলা হচ্ছে। তবে সানোয়ার উদ্দিন দাবি করেন, ‘অধিগ্রহণের সময় জায়গাটি ছাড়া পড়েছিল। ব্যক্তি মালিকানাধীন জায়গায় তিনি পাঁচতলা ভবন নির্মাণ করছেন।’ তিনি অভিযোগ করেন, ‘সাবেক মেয়র ক্ষমতার অপব্যবহার করে তাকে সেখানে ভবন নির্মাণ করতে দেননি। এখন তিনি সেখানে আরডিএর অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করছেন।’
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভবন দুটির অনুমোদন আছে বলে আমার জানা নেই। কীভাবে রাস্তা এবং ফুটপাতের জায়গা না ছেড়ে এভাবে বহুতল ভবন উঠেছে, সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’