যশোরের দড়াটানায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের হাত থেকে ভৈরব নদের ৪৩ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে এসব জমি উদ্ধার করা হয়।
যশোর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন যশোর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন।
এসময় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ভৈরব নদের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের পর সীমানা পিলার এবং কাটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, অভিযানের আগে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। কিন্তু তারা দোকানপাট সরিয়ে নেয়নি। তাই বাধ্য হয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
নুসরাত ইয়াসমিন আরো জানান, অভিযানে ৪০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। নদের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তবে সেখানে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের অভিযোগ, কোন ধরনের নোটিশ না দিয়েই পানি উন্নয়ন বোর্ডর উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে লোকসানের শিকার হয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল