লিটন দাস চোটে ছিটকে যাওয়ায় এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী। ম্যাচটিতে হারের স্বাদ পাওয়ায় ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। এত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন তো নিয়মিত অধিনায়ক লিটন— এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।
দলীয় সূত্রে জানা গেছে, পিঠের চোটের কারণে লিটনের খেলার সম্ভাবনা খুব বেশি নয়। ম্যাচটি যেহেতু কার্যত নকআউট, তাই পুরোপুরি ফিট না হলেও হয়তো ঝুঁকি নিয়ে মাঠে নামতে পারেন তিনি।
এদিকে, ভারত ম্যাচের পর জাকের আলী জানিয়েছিলেন, দেখা যাক, ও খেলতে পারে কিনা। এখনো রিকভারি প্রক্রিয়ায় আছে। আমরা অপেক্ষা করব।
গত সোমবার ব্যাটিং অনুশীলন সেশনে চোট পান লিটন। সেখানে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। তখন পাঁজরে চোট পান লিটন। সেই চোটের পর লিটন আর অনুশীলন করেননি।
তৎক্ষণাৎ তার কাছে ছুটে যান দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মাঠেই তাকে শুশ্রূষা করতে দেখা যায় তাদের। এরপর গতকাল ভারত ম্যাচে বিশ্রামে ছিলেন। এবার দেখা যাক পাকিস্তানের বিপক্ষে তার মাঠে নামা হয় কিনা।
বিডি প্রতিদিন/কেএ