ভারত প্রথমবারের মতো রেলভিত্তিক মোবাইল লঞ্চার ব্যবহার করে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-প্রাইম’ সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ তথ্য জানান।
তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র চলন্ত ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে—যা বিশ্বে খুব অল্প কিছু দেশের প্রযুক্তিগত সক্ষমতায় রয়েছে।
জানা গেছে, অগ্নি-প্রাইম পরবর্তী প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক ও অ্যাডভান্সড ফিচার যুক্ত করা হয়েছে। সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শআ