যশোরের অভয়নগর উপজেলার নলমালা গ্রামে একটি মাছের ঘেরের পাশে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নসিব তালুকদার অভয়নগর উপজেলার গোপিনাশপুর গ্রামের হামিদ তালুকদার এর ছেলে।
পুলিশের তৎপরতায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, নলমালা এলাকার গোবিন্দ ও প্রদীপ এর ঘেরের পাশে মরদেহটি পড়ে ছিল। স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
ওসি বলেন, নিহতের কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নসিব তালুকদার ওই মাছের ঘেরে মাছ চুরি করতে গিয়েছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার করে বেরিয়ে এসে তাকে ধরে ফেলেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।
ওসি আরও জানিয়েছেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক