জিওভান্নি লিওনির ভাগ্যটাই খারাপ। পার্মা থেকে ১৮ বর্ষী সেন্টারব্যাককে ক্লাবে ভিড়িয়েছিল লিভারপুল। অল রেডসদের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন লিওনি।
মঙ্গলবার কারাবাও কাপে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্নে স্লটের দল। ম্যাচে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় লিওনির।
বিসিবি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ইতালিয়ান তরুণের।
২৬ মিলিয়ন ইউরোতে লিভারপুলে ভেড়া লিওনি অল রেডস শিবিরের হয়ে খেলতে পেরেছেন ৮১ মিনিট। এই চোটের ফলে স্লটের দলে এখন কেবল তিনজন স্বীকৃত সেন্টারব্যাকই রয়েছেন- ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিমা কোনাতে ও গোমেজ।
এদের মধ্যে থেকে কেউ ইনজুরিতে পড়লে, সেক্ষেত্রে রক্ষণভাগ নিয়ে হ্যাপা পোহাতে হবে স্লটকে। যদিও লিভারপুল তাদের চ্যাম্পিয়নস লিগ স্কোয়াডে লিওনির পরিবর্তে একজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ পাচ্ছে। সে তালিকায় অন্যতম ফেদেরিকো কিয়েসা।
বিডি প্রতিদিন/নাজিম