নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে টাউনহলে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে ইয়াসিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন