২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মুখোমুখি হবে গ্রুপ 'এ'র দুই তলানির দল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দ্বিতীয় ম্যাচে রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে গ্রুপ ‘বি’তে শ্রীলঙ্কা লড়বে হংকংয়ের বিপক্ষে।
আরব আমিরাত ও ওমান নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। ওমান পাকিস্তানের কাছে হারে ৯৩ রানে এবং আরব আমিরাত শুরুতেই ভারতকে মোকাবিলা করে হারে ৯ উইকেটে।
দ্বিতীয় ম্যাচে হার মানে এই দুই দলের জন্য প্রায় বিদায়ের সমান হতে পারে। তাই মরিয়া লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা।
বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কা আজ মুখোমুখি হবে হংকংয়ের। লঙ্কানরা প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দারুণভাবে। অন্যদিকে হংকং হেরেছে বাংলাদেশের কাছে ৭ উইকেটে।
এই ম্যাচে জয় পেলে সুপার ফোরে পৌঁছানোর দারুণ সুযোগ থাকবে শ্রীলঙ্কার সামনে।
বিডি প্রতিদিন/মুসা