অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের তারকা পেসার কাগিসো রাবাদা অ্যাঙ্কেলের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।
মঙ্গলবার প্রথম ওয়ানডে শুরুর আগে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ম্যাচের দিন দলের সঙ্গে মাঠে এলেও ওয়ার্ম-আপে দেখা যায়নি রাবাদাকে। কিছুক্ষণ পরই চোটের খবর জানানো হয়।
৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত খেললেও কীভাবে বা কখন চোট পেয়েছেন, সে ব্যাপারে কিছু জানায়নি বোর্ড। তবে রাবাদা দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় থাকবেন এবং পুনর্বাসন প্রক্রিয়ায় নজর রাখবেন মেডিকেল টিম।
রাবাদার জায়গায় ইতোমধ্যেই স্কোয়াডে যোগ দিয়েছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা। ১৯ বছর বয়সী এই পেসার সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে নিয়েছেন ৯ উইকেট। ওয়ানডেতে ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, যদিও প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা পাননি তিনি।
রাবাদার অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলেছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি এবং পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
বিডি প্রতিদিন/মুসা