নানা বিতর্কের পর অবশেষে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচ আয়োজন বাতিলের ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ। মঙ্গলবার লা লিগা এই খবর নিশ্চিত করে এক অফিসিয়াল বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, স্পেনে গত কয়েক সপ্তাহ ধরে ম্যাচটি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়ার কারণে মার্কিন বাজারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন লা লিগার সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট। তারা মায়ামির আয়োজকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
লা লিগা আরও জানিয়েছে, বিদেশে একটি আনুষ্ঠানিক ম্যাচ আয়োজন স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের জন্য ঐতিহাসিক সুযোগ হয়ে থাকতো, যা ক্লাবের বিশ্বব্যাপী অবস্থান, খেলোয়াড়দের পরিচিতি এবং ব্র্যান্ডের শক্তি বাড়াত বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত বাজারে।
তবে রেলেভেন্টের পক্ষ থেকে জানানো হয়, ‘স্পেনে অনিশ্চয়তার কারণে ২১ ডিসেম্বরের মায়ামি ম্যাচ স্থগিত করতে হয়েছে। এত বড় ইভেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত সময় নেই, আর টিকিট বিক্রি শুরু করা দায়িত্বজ্ঞানহীনের কাজ হবে।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল এবং টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই লা লিগা প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কথা জানিয়েছিল।
বার্সেলোনা ক্লাব তাদের পক্ষ থেকে ম্যাচ বাতিলের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে জানায়, তারা লা লিগার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এটি স্প্যানিশ ফুটবলের পরিচিতি বৃদ্ধির একটি বড় সুযোগ ছিল যা সমর্থকদের জন্যই লাভজনক হতো।
এর আগে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা অনুমতি দিয়েছিল, যদিও বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছিলেন, ‘আমার খেলোয়াড়েরা খুশি নয়, আমিও খুশি নই’, তবে লা লিগার সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ খেলতে হবে।
বার্সেলোনা-ভিয়ারিয়ালের এই ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের গুঞ্জন দীর্ঘদিন ধরে ছিল এবং নানা আপত্তির কারণে এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহ ছিল। অবশেষে এই অনিশ্চয়তার মাঝে লা লিগা মায়ামি ম্যাচ বাতিলের ঘোষণা দিল।
বিডি প্রতিদিন/মুসা