বুলাওয়ায়ো টেস্টে ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনারের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ব্যবধানের কাছাকাছি জয়ে জিম্বাবুয়েকে হারিয়েছে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে জয় না হলেও ৯ উইকেটের বড় ব্যবধানে সিরিজে এগিয়ে গেল কিউইরা।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। যদিও প্রথম ওভারেই ডেভন কনওয়ে বোল্ড হয়ে ফিরে যান, এরপর আর কোনো বিপদ ঘটতে দেয়নি সফরকারীরা।
প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৪৯ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে ৩০৭ রানে অলআউট হয় তারা। ১৫৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও বিধ্বস্ত করে স্বাগতিকদের।
জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থামে ১৬৫ রানে। দিনের শুরুতে ২ উইকেটে ৩১ রান নিয়ে খেলতে নামা দলটি দ্রুত উইকেট হারায়। উইল ও’রোকের দারুণ বোলিংয়ে বিদায় নেন নিক ওয়েলচ ও ভিনসেন্ট মাসেকেসা। এরপর শন উইলিয়ামস (৪৯) ও ক্রেইগ আরভাইন (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ টিকতে পারেননি।
ম্যাচে হেনরি দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩টি। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক ম্যাচে ৯ উইকেট শিকার করলেন তিনি। ম্যাচসেরা হওয়াটাও ছিল তার প্রাপ্য।
অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে বল হাতে জ্বলে ওঠেন অধিনায়ক মিচেল স্যান্টনার। উইল ও’রোক যোগ করেন তিন উইকেট।
ইনিংস হার এড়ানোর কঠিন মুহূর্তে নবম উইকেটে ৩৬ রানের জুটি গড়েন টাফাডজোয়া সিগা ও ব্লেসিং মুজারাবানি। তাদের লড়াইয়ে অন্তত লিড নিতে পেরেছিল জিম্বাবুয়ে, তবে ম্যাচ বাঁচাতে পারেনি। স্যান্টনারের বলে মুজারাবানি (১৯) ফিরলে ভাঙে জুটি। এরপর সিগাও (২৭) বিদায় নিলে গুটিয়ে যায় ইনিংস।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার, একই ভেন্যু বুলাওয়ায়োতে।
বিডি প্রতিদিন/মুসা