জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের আধিপত্য দেখালো নিউজিল্যান্ড। বুধবার বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনই একচেটিয়া প্রভাব বিস্তার করে সফরকারীরা।
পেসারদের সহায়ক পিচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামা কিউইরা জিম্বাবুয়েকে মাত্র ১৪৯ রানে গুটিয়ে দেয়। কিউই পেসার ম্যাট হেনরি ছিলেন দিনের বড় নায়ক। দুর্দান্ত লাইন-লেংথে বোলিং করে মাত্র ৩৯ রানে ৬ উইকেট তুলে নেন তিনি। যা তাঁর টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট শিকার। হেনরির সঙ্গে তাল মিলিয়ে ২০ রানে ৩ উইকেট দখল করেন নাথান স্মিথ।
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ৩৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভাইন। তিনিই দলের একমাত্র ব্যাটার যিনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার সঙ্গে টিসিগা গড়েন ৫৪ রানের জুটি, যা ছিল দলের সর্বোচ্চ। তবে কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি।
ব্যাট হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত সূচনা করে নিউজিল্যান্ড। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলে ফেলে সফরকারীরা। ওপেনার ডেভন কনওয়ে ৫১ রানে এবং উইল ইয়ং ৪১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এখনও তারা জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ৫৭ রানে পিছিয়ে।
প্রথম দিনেই বল হাতে দাপটের পর ব্যাট হাতেও আত্মবিশ্বাসী শুরু, সবমিলিয়ে বুলাওয়েতে একতরফা দিন কেটেছে কিউইদের। ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে।
বিডি প্রতিদিন/মুসা