কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ২০২৫-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ‘ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘সময়নিষ্ঠ সমাজ গঠনে তরুণদের ভূমিকা’ এবং ‘এসএসসি পরবর্তী দিকনির্দেশনা’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা মোজাহার উল আলম, প্রধান সমন্বয়ক ডা. মিফতাউল ইসলাম মিলন এবং সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সাদমান হাবিব ও আয়শা সিদ্দিকা। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা-জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজকরা জানান, স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ