পাকিস্তানে বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে গভীর উদ্বেগে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নিতে তারা বর্তমানে দেশটিতে অবস্থান করছেন।
ইতোমধ্যে পাকিস্তানের ছয়টি শহরে আক্রমণ করে বসেছে ভারত। যার ফলে দেশটি এখন অবস্থান করছে যুদ্ধের মুখে। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতীয় হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তারা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’
সুজন আরও জানান, রিশাদ ও নাহিদ এখন নিরাপদ বটে, কিন্তু এরপরও তাদের নিয়ে ভাবনার শেষ নেই বিসিবির। তাদের ফিরিয়ে আনার বিষয়টাও ভাবছে বোর্ড। এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। মাত্র একটা ডেভেলপমেন্ট হলো। এখনও কী অবস্থা তা বোঝা যাচ্ছে না।
এই ঘটনার প্রেক্ষাপটে চলতি মাসের শেষে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতোমধ্যে মিরপুরে জাতীয় দলের প্রস্তুতি শুরু হলেও বর্তমান পরিস্থিতি সফরটি ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও বিসিবি এখনো সফর স্থগিত বা বাতিলের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে নিশ্চিত করেছেন সুজন।
বিডি প্রতিদিন/মুসা