বরগুনার পাথরঘাটায় চিংড়ির ১২ লক্ষ পিস রেণু পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা হতে মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসংলগ্ন বিষখালি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ১২,০০,০০০ পিস (১৮ ড্রাম) চিংড়ির রেণু পোনা এবং ৫টি মোটরসাইকেলসহ ৬ জন রেণু পোনা পরিবহনকারীকে আটক করা হয়। জব্দকৃত পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।
পরবর্তীতে জব্দকৃত রেণু পোনা উপজেলা মৎস্য কর্মকর্তা পাথরঘাটার এম হাসিবুল হকের সঙ্গে সমন্বয় করে বিষখালি নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত ৬ জন পরিবহনকারীকে মোটরসাইকেলসহ মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল