এবারের আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচ হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। অপরদিকে প্রথম জয় পেল গুজরাট টাইটান্স।আহমেদাবাদে শুবমান গিলের দল ৩৬ রানে হারায় হার্দিক পান্ডিয়ার মুম্বাইকে।
শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছিল গুজরাট। জবাবে ৬ উইকেটে ১৬০ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।
বড় লক্ষ্যে নেমে ফের হতাশ করেন অভিজ্ঞ রোহিত শর্মা। রায়ান রিকেলটনও ব্যর্থ। এই দুজনেই বোল্ড করেন মোহাম্মদ সিরাজ। এরপর তিলক বর্মা-সূর্যকুমার যাদবের জুটি জমে গিয়েছিলো। রান খরা কাটানোর আভাস দিচ্ছিলেন সূর্যকুমার। ৬২ রানের জুটি থামে তিলকের বিদায়। তিলক ৩৬ বল খেলে করেন ৩৯ রান। এই চাপ গিয়ে পড়ে বাকিদের ওপর। সূর্যকুমার ২৮ বলে ৪৮ করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বাই। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বলে করে মাত্র ১১। আর তাতেই নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় গুজরাট। দুই ওপেনার মিলে তুলে ফেলেন ৭৮ রান। ৩৮ করে গিলের বিদায়ের পর দ্রুত ৩৯ করেন বাটলার। সুদর্শন এক প্রান্ত ধরে রাখায় দল ছিলো থিতু। ৪১ বলে তিনি করেন সর্বোচ্চ ৬৩ রান। পরে ক্যারিবিয়ান শেরফাইন রাদারফোর্ড নেমে করেন ১১ বলে ১৮। শেষ দিকে প্রত্যাশিত রান না এলেও দুইশোর কাছে চলে যায় তারা।
এদিন অধিনায়ক গিল ২৭ বলে করেছেন ৩৮ রান। এই রান করার পথেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন গিল।
বিডি প্রতিদিন/মুসা