দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট তালিকার নিচের দিকের দলের বিপক্ষে ঘরের মাঠে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। রাফায়েল গেরেইরোর জোড়া গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু জোয়াও পালিনিয়া লাল কার্ড পাওয়ার ঘুরে যায় ম্যাচের গতিপথ। বায়ার্নকে স্তব্ধ করে স্মরণীয় এক জয় তুলে নেয় বোহম।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগায় ৩-২ গোলে হেরে গেছে বায়ার্ন। বোহমের হয়ে গোল তিনটি করেন ইয়াকোভ মেদিচ, ইব্রাহিমা সিসোকো, মাতুস বেরো।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর হারল বায়ার্ন। এর আগে তাদের সবশেষ হার গত জানুয়ারিতে, চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ফেইনুর্ডের বিপক্ষে ৩-০ গোলে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বায়ার্ন। ম্যাচের শুরুতে দারুণ দাপটও দেখায় বায়ার্ন। ১৪তম ও ২৮তম মিনিটে পর্তুগালের গেরেইরোর গোলে এগিয়ে যায় তারা। তাদের জয়ের সম্ভাবনাও জোরাল হয়।
কিন্তু ৩১তম মিনিটে বায়ার্নকে চমকে দিয়ে ব্যবধান কমান ক্রোয়াট ডিফেন্ডার মেদিচ। এর কিছুক্ষণ পরই ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্ত আসে। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করে ৪২তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন বায়ার্নের পর্তুগিজ মিডফিল্ডার পলিনিয়া।
প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগটা দারুণভাবে কাজে লাগায় বোহম। বায়ার্নকে চাপে ফেলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় তারা। ৫১তম মিনিটে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সিসোকো। এরপর ৭১তম মিনিটে বায়ার্ন সমর্থকদের চুপ করিয়ে দেন স্লোভাকিয়ার মিডফিল্ডার বেরো। অসাধারণ এক জয়ের গল্প লেখে বোহম।
এখানে হারলেও লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ভালোভাবেই এগিয়ে আছে বায়ার্ন। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬১, দ্বিতীয় স্থানে থাকা শিরোপাধারী লেভারকুজেন থেকে এগিয়ে ৯ পয়েন্টে।
২৫ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে বোচুম। এই হারের ধাক্কা নিয়েই আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামতে হবে বায়ার্নকে, বায়ার লেভারকুজেনের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে।
বিডি প্রতিদিন/নাজিম