এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলাদেশ। সামনের তিনটি ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা! তারপরও ম্যাচ তিনটি খেলতে হবে বাংলাদেশকে। ১৪ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাই ট্যাক স্টেডিয়ামে। এ ম্যাচ খেলতে গতকালই ঢাকা ছেড়েছেন হামজা-জামালরা।
ঢাকা স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে দারুণ খেলেও জিততে পারেনি বাংলাদেশ। এমনকি একটি পয়েন্টও পায়নি। হেরে গেছে ৪-৩ ব্যবধানে। এ পরাজয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা প্রায় শেষ বাংলাদেশের। এ ম্যাচে পরাজয়ের জন্য কোচের ভুল পরিকল্পনাকেই দায়ী করছেন অনেকে। ঠিকভাবে ফুটবলারদের কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্নও হতে পারত! জামাল, ফাহামিদুল ও সামিত সোম মাঠে নামেন দ্বিতীয়ার্ধে (৫৭ মিনিটে)। সামনের ম্যাচগুলোতে জামাল খেলতে চান শুরু থেকেই। গতকাল বাংলাদেশ দলের এ অধিনায়ক বলেছেন, ‘আমি, জায়ান, সামিত আর ফাহামিদুল যখন ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি, যখন নামব খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজন প্রথম একাদশে খেলতে চাই।’ সামনের ম্যাচে কোচ কী নতুন কৌশল গ্রহণ করবেন? নাকি পুরোনো বৃত্তেই আটকা পড়ে থাকবেন তিনি?
হংকং চায়না গতবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে। গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি তারা। তবে এশিয়ান ফুটবলে নিজেদের অবস্থান সংহত করছে দলটি। সামনের আসরেও চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পথে রয়েছে হংকং। ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিঙ্গাপুর।