সামনেই জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবেন নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড। এর আগে জার্সির পেছনে নাম বদলে নিচ্ছেন ম্যানচেস্টার সিটির এ তারকা ফুটবলার। ২৫ বছর বয়সি এ তারকা এখন থেকে জার্সিতে তাঁর পুরো পদবি ব্যবহার করবেন। জার্সির পেছনে লেখা থাকবে ‘ব্রট হলান্ড।’ আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মলদোভার সঙ্গে খেলবে।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে আছে গ্রুপ ‘আই’তে। যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে ইসরায়েল, ইতালি, এস্তোনিয়া এবং মলদোভা। হলান্ডের নৈপুণ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা করছে নরওয়ে।