পাকিস্তান এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তাই আট জাতি আসরে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে। হকি জাতীয় দল এখন ভারতে। বিহারে পৌঁছে অনুশীলনেও নেমে পড়েছেন খেলোয়াড়রা। গতকাল কাজাখস্তানের বিপক্ষে দুই কোয়ার্টারের প্র্যাকটিস ম্যাচও খেলেছেন। ম্যাচে জয়ও পেয়েছে জাতীয় দল। এশিয়া কাপে গ্রুপ পর্বে ২৯ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। ৩০ আগস্ট চাইনিজ তাইপে ও ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শক্তির বিচারে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা নেই।
তবে সেরা পাঁচে থেকে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার লক্ষ্য তাদের।
অন্যরা না খেলায় এবার এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরপরও বিতর্ক নিয়ে ভারতে গেছে জাতীয় দল। দলের অধিনায়ক পুস্কর ক্ষিসামিমোর এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি। আরও তিন তারকাও জাতীয় দলে নেই। সিলেকশন কমিটি বলছে, পারফরম্যান্স বিচার করে দল গড়া হয়েছে। অথচ পুস্করকে নাকি ষড়যন্ত্র করে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে এ অভিযোগও রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। বাদ পড়া খেলোয়াড়রা সংবাদ সম্মেলন করে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন।