সেপ্টেম্বরের শুরুতে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এখন বাহরাইনে অবস্থান করছে ছেলেরা। ১৮ ও ২২ আগস্ট বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি নিতে যাওয়া দলটি সেখানে দুই দিনের অনুশীলন করেছে। গতকাল দ্বিতীয় দিনের মতো প্রীতি ম্যাচের প্রস্তুতি সেরেছে দল। অনুশীলনে বেশ গরম অনুভব করছেন ফুটবলাররা। প্রথম দিন হালকা করলেও গতকাল কঠিন পরিশ্রমী অনুশীলন সেরেছেন তারা। দুই প্রবাসী ফুটবলার কিউবা মিচেল ও জায়ান আহমেদও অনুশীলনে ভালো করছেন।
তবে বাহরাইন সফর ঘিরে শুরু থেকেই লুকোচুরি চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। এখনো পর্যন্ত দলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি দেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি। ফেডারেশনের রীতি অনুযায়ী, জাতীয় বা বয়সভিত্তিক যে কোনো দলের বিদেশ সফরের আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়। কিন্তু এবার তা হয়নি। কে কে দলে আছেন, কে বাদ পড়েছেন, কতজন খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে-এসব নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। বাফুফের এমন আচরণ সমর্থকদের আস্থায় চিড় ধরাচ্ছে, যা দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য মোটেই ইতিবাচক নয়। তবে বাহরাইন সফরেই চূড়ান্ত হবে এশিয়ান কাপ বাচাইয়ের দল, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল বাহরাইনে দ্বিতীয় দিনের অনুশীলনের বিষয়ে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, আগের দিন অ্যাডাপটেশন সেশন থাকলেও আজ ছিল ট্যাকটিক্যাল সেশন। পাশাপাশি পুরো দল নিয়ে আমরা কথা বলেছি। আমরা কি করতে চাই সে বার্তাটা পরিষ্কার। দলের ছেলেরা ভালো করতে চায়, সেটাই আমরা কাজে লাগাতে চাই। প্রতিপক্ষের শক্তি সম্পর্কেও আমরা জানি। সেভাবে হিসেব করেই আমরা আমাদের ম্যাচ খেলব। এ ছাড়া সবাই অনুশীলনে ভালো করছে।
দলের গোলকিপার মো. আসিফও ভালো প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, এখানে প্রচণ্ড গরম। এখানে আমরা প্রথম দিন হালকা অনুশীলন করেছি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। দ্বিতীয় দিন দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। সবার মধ্যেই ভালো করার অ্যাপ্রোচ আছে। আমরা আশাবাদী। বাহরাইনে ভালো কিছুর প্রত্যাশাই করছি। এদিকে ইতোমধ্যে বসুন্ধরা কিংসের মজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ ও রিমন হোসেন কাতারে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে সরাসরি বাহরাইনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আবাহনীর মোরসালিন ও আল আমিন ঢাকায় ম্যাচ খেলে দলের সঙ্গেই বাহরাইন গেছেন।