কুস্তি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দারকে (অব.) কুস্তি ফেডারেশনের সভাপতি মনোনয়ন করা হয়েছিল। মঙ্গলবার ফখরুদ্দিনকে সরিয়ে সহসভাপতি আশিক সাঈদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় ফেডারেশনটির কমিটি বদল হলো। প্রথম ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল আলম জীবন। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব পান মেজবাহ উদ্দিন আজাদ।
যুগ্ম সম্পাদক পদেও তখন পরিবর্তন আনা হয়। ফারুক আহমেদের পরিবর্তে এ কে এম আবদুল মবিনকে দায়িত্ব দেওয়া হয়। এবার করা হলো সভাপতি পদে পরিবর্তন। কুস্তি ফেডারেশনে বারবার কেন রদবদল হচ্ছে, এ নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা কানাঘুষা। এতে ফেডারেশনের কর্মকাে বিঘ্ন ঘটছে। অন্তর্বর্তী সরকার আসার পর অধিকাংশ ফেডারেশন চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। বেশকটি আবার ৯০ দিনও অতিবাহিত হয়েছে। এর পরও নির্বাচন কেন হচ্ছে না তা নিয়ে চলছে বিতর্ক।