টপ অ্যান্ড টি-২০ সিরিজে গত বছরও খেলেছিল বাংলাদেশ। সেবার ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল। টুর্নামেন্টের জন্য এবার নুরুল হাসান সোহানের নেতৃত্বে শক্তিশালী বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে গতকাল। ৭ আগস্ট টুর্নামেন্টটি খেলতে ঢাকা ছাড়বে ‘এ’ দল। আসরে সোহান বাহিনীর প্রথম ম্যাচ ১৪ আগস্ট প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দলেল বিপক্ষে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অস্ট্র্রেলিয়ার নর্দার্ন টেরিটরি রাজ্যের ডারউইনে। টুর্নামেন্টে অপরাপর দলগুলো নেপাল, পার্থ স্কোরচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকস। সেমিফাইনাল ও ফাইনাল ২৪ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।