ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার মৃত্যুর মিছিল এখনো থামেনি। গতকাল সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। নিহতদের অধিকাংশই শিশু। ভয়াবহ এ বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত হয়েছেন বহিরবিশ্বের মানুষ। তারাও পাঠিয়েছেন শোকের বার্তা। সমবেদনা জানাতে ভুলেনি বিশ্ব ক্রীড়াঙ্গন। ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা। এরই ধারাবাহিকতায় এবার শোকবার্তা জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। শুক্রবার সামাজিকমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিবৃতিতে জানানো হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’ এর আগে বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করে ইয়ামাল-রাফিনিয়ার বার্সেলোনা। শোকবার্তায় বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। অন্যদিকে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের পর ট্রফিটি নিহতদের উৎসর্গ করেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের পর লিটনরাও সিরিজ উৎসর্গ করেন নিহতদের তরে। এ ছাড়া সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রির অর্থ ক্ষতিগ্রস্তদের প্রদান করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।