পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে ঢাকা মোহামেডান। শুক্রবার কিংস অ্যারিনায় ফটিস এফসির সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছিল ঐতিহ্যবাহী দলটি। এতেও তারা বড় কোনো সমস্যায় পড়ছে না। কেননা, গতকাল আবাহনী আরও মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে। ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আবাহনী পয়েন্ট হারানোয় মোহামেডানের শিবিরে স্বস্তি নেমে এসেছে। অবশ্য ঢাকা আবাহনী জিতলেও মোহামেডানের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে থাকত। এখন দুই দলের ব্যবধান সাত পয়েন্ট। ১৪ ম্যাচে মোহামেডান ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে ২৮ পয়েন্টে আবাহনী আছে দ্বিতীয় স্থানে। দুই দলের এখন চারটি করে ম্যাচ বাকি আছে। দুটি জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সাদা-কালোরা।
সাত পয়েন্টে পিছিয়ে থাকার পরও আবাহনীর এখনো শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে আবাহনীকে যেমন বাকি চার ম্যাচ জিততেই হবে। অন্যদিকে মোহামেডানকে হারতে হবে তিন ম্যাচ। শিরোপা নিয়ে যতটুকু নাটক রয়েছে। তা বাস্তবে রূপ দিতে এমন সমীকরণ দরকার। এমন অবস্থায় মোহামেডান তিনটিই হারবে, এ সম্ভাবনা ক্ষীণ বলেই ধরে নেওয়া যায়। পেশাদার লিগে নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে ঢাকা মোহামেডান। ২২ বছর পর লিগে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দলটি। দেশখ্যাত দলের জন্য এ যেমন লজ্জার। তেমনি আবার আনন্দেরও। এটিই হবে পেশাদার লিগে তাদের প্রথম শিরোপা।
প্রথম লেগে কুমিল্লায় ঘরের মাঠে ২-০ গোলে পুলিশকে হারিয়েছিল আবাহনী। এবার আর অ্যাওয়ে ম্যাচে পারল না। হারেনি, ড্র করেছে। এতেই শিরোপার শেষ আশা তাদের শেষ হয়ে গেল। যেখানে আবাহনীর জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। সেখানে আবাহনী সেভাবে জ্বলে উঠতে পারল না। ম্যাচে অধিকাংশ সময়ে তাদের প্রাধান্য ছিল ঠিকই, তবে আসল কাজ গোলেরই দেখা পেল না। অন্যদিকে অযথা ডাবল হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলো ডিফেন্ডার পাপন সিং। মোহামেডানের পরবর্তী ম্যাচ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। অন্যদিকে ঢাকা আবাহনী ও ফটিস এফসি মুখোমুখি হবে।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল। মুন্সিগঞ্জ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইয়ংমেন্সের ইরফান ও শান্ত এবং রহমতগঞ্জের রাজন হাওলাদার গোল করেন। এ হারে রহমতগঞ্জ ২০ ও ফকিরেরপুল ১৬ পয়েন্ট সংগ্রহ করল। অন্যদিকে পুলিশ ও ব্রাদার্স ইউনিয়নের অ্যাকাউন্টেও ২০ পয়েন্ট।